- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পাঁচ হাসপাতাল ঘুরেও বাবাকে ভর্তি করাতে পারেননি বিপ্লব

শ্বাসকষ্টে ভোগা অসুস্থ বাবাকে নিয়ে একের পর এক হাসপাতালে গিয়েও ফিরে আসতে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সহায়তায় শেষ পর্যন্ত মিলেছে হাসপাতাল।

 বৃহস্পতিবার বিকেলে বাবাকে নিয়ে হাসপাতালে-হাসপাতালে ঘোরার কথা দৈনিক আমাদের সময়কে জানিয়েছেন বিপ্লব। তিনি জানান, গত কয়েক দিন ধরেই বাবা আবদুল কুদ্দুস শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থ বাবাকে নিয়ে তিনি দুই দিন ধরে অন্তত পাঁচটি হাসপাতালে ঘুরেছেন। তামিমের সহায়তায় গতকাল ভর্তি করেছেন।

মুঠোফোনে আমিনুল বলেন, ‘হাসপাতালে ভর্তি নিয়ে শুরুতে বেশ সমস্যা হচ্ছিল। গত কয়েকদিন ধরেই চেষ্টা করছি হাসপাতালে ভর্তি করাতে। কিন্তু কেউই ভর্তি নিচ্ছিল না। সিটি হসপিটাল, মালিবাগ, শ্যামলীতেও বেশ কয়েকটি হসপিটালে চেষ্টা করি আমরা।’

তামিমের সহায়তা নিয়ে হাসপাতাল পাওয়ার কথা জানিয়ে বিপ্লব বলেন, ‘পরে তামিম ভাইয়ের মাধ্যমে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করালাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অবস্থা কিছুটা ভালো মনে হচ্ছে। সবার কাছে দোয়া চাচ্ছি আমার বাবার জন্য।’

হার্টের সমস্যার কারণে তার শ্বাসকষ্ট হয় বলে জানিয়েছেন তিনি। তবে করোনার কোনো উপসর্গ আছে কিনা সে জন্য নমুনা সংগ্রহ করেছে চিকিৎসক। বাবার অবস্থা এখন একটু ভালোর দআকে জানিয়ে বিপ্লব বলেন, ‘বাবার অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে। সকালে করোনা পরীক্ষা হয়েছে, রিপোর্টের অপেক্ষা করছি। এরপর আসলে বোঝা যাবে কী ধরনের চিকিৎসা হবে।’