- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার কুয়াকাটায়

কুয়াকাটায় এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর পুলিশ। তার নাম মোবারক হোসেন (৪৫) । গতরাত রবিবার (১৯জুলাই) সাড়ে এগারোটার দিকে লেম্বুর চরের কাকড়া ফ্রাই এলাকার বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোবারক হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যতীন্দ্র নগর গ্রামের মৃত সৈয়দ গাজীর ছেলে।

পুলিশ জানায়, মোবারক হোসেন রোববার সকালে কুয়াকাটায় ভ্রমণে এসে সানফ্লাওয়ার হোটেলের ৩০৩ নম্বর কক্ষে উঠেন। সন্ধ্যায় তিনি একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে লেম্বুর চরের কাকড়া ফ্রাই এলাকায় পৌঁছে। এ সময় তিনি মোটরসাইকেল ড্রাইভারকে সড়কের উপরে দাড় করিয়ে বনের মধ্যে প্রবেশ করেন। বেশ কিছু সময় অপেক্ষার পর তিনি বন থেকে না ফিরলে মোটরসাইকেল ড্রাইভারসহ ওই এলাকার কয়েকজন বনের মধ্যে প্রবেশ করেন। সেখানে মোবারককে কড়ই গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মোবারকের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।