৩৪ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা ও যমুনা নদীর মোহনায়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে সাদ্দাম সরদারের জালে বাগাইড় মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ঘাটের দেলোয়ার সরদারের আড়ত থেকে ১২শ টাকা কেজি দরে ৪০ হাজার ৯২০ টাকায় কিনে নেন।

চান্দু মোল্লা জানান, সকালে দোলোয়ার সরদারের আড়ত থেকে ডাকের মাধ্যমে ১২ শ টাকা কেজি দরে ৩৪ কেজি ১০০ গ্রাম ওজনের মাছটি ৪০ হাজার ৯২০ টাকায় কিনেছেন।

ভাল লাভের আশায় ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের যোগাযোগ করছেন মাছটি বিক্রি করতে। দুপুরের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন তিনি।