- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পদ্মাসেতুর প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি জানান, সার্বিক কাজের ৮১ ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে। দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার। এরইমধ্যে ৪২টি পিয়ারের কাজ শেষ হয়েছে। আর নদী শাসনের কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৮৪ ভাগ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নির্বাচন কমিশনের এখতিয়ারে। এ নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই।