- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পদত্যাগ করলেন পাকিস্তানের কোচ গ্যারি

চলতি বছরের এপ্রিলে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য দুই বছরের চুক্তিতে হেড কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকানের গ্যারি কারস্টেনকে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিয়োগের মাত্র ছয়মাসের মাথায় পদত্যাগ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার আর মাত্র সাতদিন বাকি। এর আগে গ্যারি কারস্টেনের পদত্যাগ পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই একটি বিবৃতি দেবে পিসিবি।

ইতোমধ্যে রোববার অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে । আগামী শনিবার শুরু ওয়ানডে সিরিজ।

ক্রিকইনফো জানায়, পাকিস্তান বোর্ডের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণেই সীমিত ওভারের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করতে বিলম্ব হচ্ছিল। যেখানে কারস্টেন তার মতামতকে গুরুত্ব দিতে চেয়েছিলেন। এই নিয়ে লাল বলের কোচ জেসন গিলেস্পির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই কারস্টেন পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে।