‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’ সংশোধিত নীতিমালার খসড়া আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, পত্রিকা, টেলিভিশন ও বেতার নিউজ পোর্টাল হিসেবে চালালে পৃথক নিবন্ধন করতে হবে। তবে ছাপা পত্রিকার ই-পেপার অনলাইনে প্রকাশের জন্য নতুন করে নিবন্ধন করতে হবে না। এমন বিধান রেখেই সংশোধিত নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুক্ত হন। মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে বৈঠকে যোগ দেন।

খসড়া নীতিমালা অনুযায়ী আরো জানা যায়, আইপিটিভি ও ইন্টারনেট রেডিও নিবন্ধন নিয়ে চালানো যাবে। তবে এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। তবে নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে পারবে।