- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

পঞ্চগড়ের কয়েকটি গ্রামে বাঘ আতঙ্ক

ভারতীয় সীমান্ত ঘেঁষা পঞ্চগড় জেলার কয়েকটি গ্রামে দেখা দিয়েছে বাঘ আতঙ্ক। রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসীরা।

পঞ্চগড়ের চা বাগার সংলগ্ন কয়েকটি গ্রামে দেখা দিয়েছে বলে দাবি স্থানীয়দের। এমনকি বিভিন্ন স্থানে দেখা গেছে বাঘের পায়ের ছাপও। বাঘের উপস্থিতির আলামত পাওয়ায় ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে ঢাকা থেকে একটি প্রশিক্ষিত একটি শিকারি দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয়রা জানায়, মুহুরিজোত গ্রামের শেষ প্রান্তে চা বাগানটির আশপাশেই দেখা মিলেছে বাঘগুলোর। দু’টি প্রাপ্ত বয়স্ক আর তিনটি বাচ্চা বাঘ দেখেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গত কয়েকদিনে বাঘের আক্রমণের শিকার হয়েছে বেশ কিছু গবাদি পশু।

আক্রমণ এড়াতে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত, সাহেবীজোত, উষাপাড়া ও বাদিয়াগছের বাসিন্দারা। এদিকে, জরুরি প্রয়োজন ছাড়া রাতে গ্রামের মানুষকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।

তবে, বাঘ দেখতে চা বাগান এলাকায় ভিড় করছেন শত শত উৎসুক মানুষ। অতি উৎসাহী কেউ কেউ আবার চা বাগানের ভিতরে ঢুকে বাঘের দেখা পাওয়ার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন স্থানে বাঘ ধরতে আবার ফাঁদ পেতে রাখা হয়েছে।

বাঘ ধরতে এরই মধ্যে ঢাকা থেকে বন বিভাগের প্রশিক্ষিত ৪ সদস্যের একটি দল পঞ্চগড়ে গেছেন বলেও জানায় বন বিভাগের কর্মকর্তারা।