- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নয়াদিল্লি বাংলাদেশ মিশন বন্ধ

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের তিন কর্মীর দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এরা কেউই কূটনীতিবিদ নন। এরপর হাইকমিশনার মুহাম্মদ ইমরান দশ দিনের জন্য মিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গোটা মিশনকে স্যানিটাইজ করা হচ্ছে। একই সঙ্গে সব কর্মীর দেহে করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে আক্রান্ত কর্মীরা গত কয়েকদিনে যাদের সঙ্গে মিলিত হয়েছেন তাদের সবার শরীর পরীক্ষা করা হচ্ছে।

হাইকমিশন সূত্রে বলা হয়েছে, মিশন বন্ধ থাকলেও প্রত্যেক কর্মী ও কূটনীতিবিদ নিজ নিজ বাড়ি থেকে প্রয়োজনীয় কাজ করবেন। এই মুহূর্তে তারা কারও সঙ্গে মিলিত হবেন না। যাদের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বশেষ খবর-এরা সবাই সুস্থ হয়ে উঠছেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের নিজ নিজ বাসভবনে থাকতে বলা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন