- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নৌ-পুলিশ হেলিকপ্টারে অভিযান করে ৯৪টি ইলিশ ধরা ট্রলার ডুবিয়েছে

ইলিশ সপ্তাহ চলায় মা ইলিশ সংরক্ষণে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার ইলিশ ধরার কাজে নিয়োজিত ৯৪টি ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ট্রলারগুলোকে ডুবিয়ে দেয়া হয়েছে । এছাড়া পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল ।

মঙ্গলবার (২০ অক্টোবর) অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে এই অভিযানে অংশ নেয়।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।

অপরাধে জড়িত চারজন জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।