জেলা প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবিতে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এ ঘটনায় এখনো অন্তত ৪৮ জন নিখোঁজ রয়েছেন। পঞ্চগড় জেলা প্রশাসন এখন পর্যন্ত মৃত ৪৩ জনের নাম প্রকাশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বোদা, দেবীগঞ্জ, পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা এবং বীরগঞ্জ উপজেলা থেকে নতুন করে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। বোদা থানার ওসি সুজয় কুমার রায়, দেবীগঞ্জ থানার ডিউটি অফিসার সোহেল রানা ও খানসামা থানার ওসি চিত্তরঞ্জন বিষয়টি নিশ্চিত করেন।

ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। স্বজনদের দেওয়া তালিকা অনুযায়ী এখনও প্রায় অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস । এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে একটি নৌকা ডুবে যায়। মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন যাচ্ছিলেন নৌকার যাত্রীরা।

এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।