নবাবগঞ্জের মতিহারা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী রুজিনা পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতির সময় ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ সময় নাজমিন নাহার রিপা নামে এক নারী ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) ভোর পৌনে ৫টায় ৯৯৯ ফোন পেয়ে দলারদরগা-মতিহারা ব্রিজ এলাকা থেকে ডাকাতির হাত থেকে যাত্রীদের উদ্ধার করে নবাবগঞ্জ ও বিরামপুর থানা পুলিশ।

আটক নাজমিন নাহার রিপা দিনাজপুর জেলার ঘোড়ঘাট উপজেলার সেলিম শেখের স্ত্রী বলে জানায় পুলিশ।

বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী রুজিনা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৫০২১) নৈশকোচে যাত্রীবেশে কয়েকজন গাড়িতে উঠে। পরে গোবিন্দগঞ্জ এলাকায় গাড়িটি পৌঁছালে যাত্রী ছদ্মবেশে কয়েকজন গাড়িচালককে গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে এবং চালককে মারধর করে। এ সময় গাড়ি সুপারভাইজার জাহিদ জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে ৯৯৯ নাইনে ফোন দেন। পরে বিরামপুর-নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও নাজমিন নাহার রিপা নামে এক নারী ডাকাতকে আটক করেন পুলিশ সদস্যরা।

তিনি আরও জানান, বাকি ডাকাতদের আটকের চেষ্টা চলছে।