- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নেইমারের পৌষ মাস, ভিনির সর্বনাশ!

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এখনো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দল ঘোষণা করেনি। কিন্তু দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয় বিশ্বকাপে দলে ফিরছেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়ে দিয়েছে প্রাথমিক স্কোয়াডও। এতে বাদ পড়তে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এ মাসের ২৫ তারিখে দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের। ওই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে কারা থাকতে পারেন, তার ধারণা দিয়েছে গ্লোবো।

গণমাধ্যমটি জানিয়েছে, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। খবরটি সত্যি হলে দীর্ঘ সময় পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরবেন এই তারকা। এদিকে ব্রাজিলের হয়ে দাপুটে ফর্মে থাকা ভিনিকে রাখছেন না আনচেলত্তি। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস।

আগামী ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। পাঁচদিন পর (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার এল আল্টোতে খেলবে ব্রাজিল। এটিই তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ। বিশ্বকাপ আগেই নিশ্চিত করে নিয়েছে সেলেসাওরা, এই মুহূর্তে বাছাই পর্বের টেবিলে আছে তিনে। শীর্ষে আর্জেন্টিনা।