- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নিরাপত্তা জোরদার কেন্দ্রীয় মসজিদে

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জুমার নামাজের আগে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পল্টন মোড় থেকে শুরু করে বায়তুল মোকাররমের উত্তর গেট পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। তারা নামাজে আগত মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছেন। এ সময় ডিবি পুলিশের একটি টিমকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, জুমার নামাজের পর আজ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিশেষ কোনো ঘটনাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়নি। এটি নিয়মিত কার্যক্রম। তবে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামপন্থি একটি দলের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেজন্যও বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে।