- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে অতিরঞ্জিত ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে আবারও কাঠগড়ায় ভারতীয় গণমাধ্যমগুলো। বানোয়াট ছবি, ভিডিও এবং নাটকীয় শব্দ চয়নের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিকে ভুলভাবে প্রদর্শন করার প্রবণতা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বলে উল্লেখ করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোনাক্ষী লেখেন, ‘অতিনাটকীয় দৃশ্য, শব্দ আর একনাগাড়ে চিৎকার… এসব দেখে আমি ক্লান্ত। তথ্য বিকৃত না করে নিজেদের কাজ করুন। ভগবানের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো বন্ধ করুন।’

জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী গণমাধ্যমের দর্শক-শ্রোতাদের উদ্দেশে আরও লেখেন, ‘সংবাদের নামে এসব আবর্জনা দেখা বন্ধ করুন।’

অভিনেত্রী লিখেছেন, সংবাদ চ্যানেলগুলোতে শুধুই সার্কাস চলছে। এই অতিরঞ্জিত ভিজ্যুয়াল, সাউন্ড এফেক্ট, চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। দয়া করে আপনারা শুধু আপনাদের কাজ করুন। তথ্য পরিবেশন করুন। যুদ্ধকে চাঞ্চল্যকর করে তুলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন না। মানুষ কেবল একটি নির্ভরযোগ্য সংবাদ দেখার আশা রাখেন, দয়া করে সংবাদের নামে আবর্জনা দেখানো বন্ধ করুন।

সোনাক্ষীর এই বক্তব্য সরাসরি ভারতীয় মিডিয়ার উদ্দেশে এক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যেখানে বলিউডের অধিকাংশ তারকা বরাবরের মতো সেনাবাহিনী ও সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে সোনাক্ষীর বক্তব্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে ভারতীয় সামরিক অভিযানের খবরকে কেন্দ্র করে কিছু শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ভুয়া ছবি ও ভিডিও প্রচার করেছে, যা পরবর্তীতে ফ্যাক্ট-চেকিংয়ে ধরা পড়ে। এতে ভারতীয় গণমাধ্যমের নির্ভরযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশ-বিদেশে।