আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ- তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি জানিয়েছেন, তার দেশ নাতাঞ্জ ও ফোর্দো পরমাণু স্থাপনায় উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানো যায়। পার্সটুডে।

তিনি বলেন, “আমাদের পরিশ্রমী বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ৩৪৮টি আইআর-২ সেন্ট্রিফিউজ বসানো হয়েছে যা আইআর-১ সেন্ট্রিফিউজের চেয়ে চারগুণ গুণ ক্ষমতাসম্পন্ন।” সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে এসব তথ্য জানিয়েছেন কাজেম গরিবাবাদি।

একই পোস্টে তিনি জানান, ফোর্দো পরমাণু স্থাপনায় আইআর-৬ সেন্ট্রিফিউজ বসানো হয়েছে এবং আরো নতুন কিছু সামনে আসছে। কাজিম গরিবাবাদি আরো জানান, ফোর্দো পরমাণু স্থাপনায় আরো আইআর-৬ সেন্ট্রিফিউজ বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্য এক পোস্টে ইরানের এ প্রতিনিধি জানিয়েছেন যে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে ইরানের এই সমস্ত কর্মতৎপরতা সম্পর্কে জানানো হয়েছে। ইচ্ছা করলে তারা পরিদর্শন করতে পারে।