- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নতুন রেকর্ড গড়লেন সাকিব

সাকিব আল হাসান চেন্নাই টেস্টে বাংলাদেশের হয়ে আরও একটি নতুন রেকর্ড গড়েছেন। এই অলরাউন্ডারের টাইগারদের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড এখন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ৩৭ বছর ১৮০ দিন বয়সে তৃতীয় দিন খেলতে নেমে এ কীর্তি গড়েন সাকিব। এত দিন রেকর্ডটি ছিল সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের। রফিক সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড উইলফ্রেড রোডসের। ইংল্যান্ডের এ খেলোয়াড় ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলার সময় তার বয়স ছিল ৫২ বছর। আধুনিক ক্রিকেট এ রেকর্ড পাকিস্তানের মিসবাহর।

৪২ বছর ৩৫১ দিন বয়সে শেষ টেস্ট খেলেছেন তিনি। এমন রেকর্ডের দিনে বল হাতে ব্যর্থ সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে ছিলেন উইকেটশূন্য। রান বিলিয়েছেন ওয়ানডে মেজাজে।

প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ৩২ রান। এরই মধ্যে আলোচনায় এসেছে সাকিবে আঙুলের অস্ত্রোপচারের বিষয়টি।