- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

নতুন ধরনের চরিত্র অভিনয় করতে চান এবং এর জন্য অপেক্ষা করেন বলে জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চঞ্চল চৌধুরী বলেন, আমার যতগুলো সিনেমা আছে সবগুলো গল্প আলাদা চরিত্রগুলো আলাদা তা আমি একটু নতুন ধরনের গল্প নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই তার জন্য আমি অপেক্ষা করি।

তিনি বলেন, আসলে এই গ্যাপটা হচ্ছে অপেক্ষার এবং এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে নিশ্চয়ই এটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন যে ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি।

তিনি আরও, আমি রিপিটেশনটা আসলে গল্পের ক্ষেত্রেও চাই না। আমি যে ধরনের গল্প করব ওটা যেন রিপিটেড গল্প না হয় আবার অভিনয়ের ক্ষেত্রেও তাই দর্শক যেন দেখতে এসে তাদের ভালো লাগে যেন নতুন একজন চঞ্চল চৌধুরীকে দেখলাম।

অভিনেতা চঞ্চল চৌধুরী ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।