- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

নগর ভবনের সামনে থেকে লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে মানুষের চলাচলের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো লেগুনাগুলো। আর এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো। তবে আজ সেই স্ট্যান্ডটি সরিয়ে দেয়া হয়েছে। চলাচলকারী মানুষের জীবনেও ফিরে এসেছে স্বস্তি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন অভিযান পরিচালনা করে এই লেগুনা স্ট্যান্ডটি সরিয়ে দেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লেগুনা মালিক সমিতির সভাপতিকে ডেকে গুলিস্থান বড় রাস্তায় লেন করে রাখা স্থানে লেগুনাগুলোকে রাখার নির্দেশ দেন।

অভিযান বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন বলেন, দীর্ঘদিন এখানে লেগুনা স্ট্যান্ড থাকায় তীব্র যানজট সৃষ্টি হতো। ফলে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হতো। এই অবস্থায় মেয়রের নির্দেশে আমরা আজ অভিযান পরিচালনা করছি।