- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরামপুরে বৃসনি পাহান (৫৫) নামে এক সাঁওতাল সম্প্রদায়ের নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কাটলা ইউনিয়নের ময়নামোড় এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বৃসনি পাহান উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের স্বামী পরিত্যক্ত মৃত সাদন পাহানের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পার্শ্ববর্তী মাঠে ধান কাটেন বৃসনি। পরে কাজ শেষে তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক রাত পর্যন্ত পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি। পরে শনিবার সকালে পার্শ্ববর্তী ময়নামোড় এলাকার একটি ধানখেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।