- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

দুই বাসের সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। মঙ্গলবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, রাজা অ্যান্ড সন্স পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে সিলেটমুখী আদনান অ্যান্ড আরিদা পরিবহনে সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আদনান অ্যান্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারী। এ সময় আহত হয়েছেন অন্তত আরও দশজন পথচারী।