- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

দাদিকে হারিয়ে কঙ্গনার আবেগঘন পোস্ট

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত মাসখানেক আগেই সংসদ সদস্য হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন। আপাতত সংসদীয় কাজ নিয়েই ব্যস্ত তিনি। হিমাচলের বাড়িতেই পরিবারের সঙ্গে থাকছেন এই অভিনেত্রী।

সেখান থেকেই দুঃসংবাদ দিলেন কঙ্গনা। কাছের মানুষকে চিরতরে হারিয়ে শোকবিহ্বল তিনি। শুক্রবার (৮ নভেম্বর) রাতে কঙ্গনা রানাউত তার দিদিমা ইন্দ্রাণী ঠাকুরকে হারিয়েছেন। সেই প্রেক্ষিতেই প্রয়াত দিদার স্মৃতি রোমন্থন করে একাধিক ছবি এবং অজানা কথা ফাঁস করলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিদার সঙ্গে হাসিমুখে ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘শুক্রবার রাতে আমার দিদা গত হয়েছেন। শোকে বিহ্বল গোটা পরিবার। তিনি ছিলেন এক অসাধারণ মহিলা। আমার দিদার পাঁচ সন্তানই ছিল তার মূল সম্পদ।’

তিনি লেছেন,‘দাদুর খুব একটা অসচ্ছলতা না থাকা সত্ত্বেও সন্তানরা যাতে ভালোভাবে মানুষ হন, সেদিকে খেয়াল রেখেছেন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার দিকে নজর দিয়েছিলেন। সেইসময়ও দিদার মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন। প্রত্যেক সন্তান ছিল তার গর্ব।’

তিনি আরও লেছেন, ‘আমার দিদা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, একশ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের সমস্ত কাজ তিনি নিজেই করতেন। দিন কয়েক আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। যার ফলে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, আমাদের সকলের অনুপ্রেরণা তিনি। আজীবন থাকবেন আমাদের মধ্যেই।’