- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ত্বকের যত্নে ব্যবহার করুন পেঁয়াজ, দূর হবে বিরক্তিকর দাগও!

আমরা পেঁয়াজ রান্নায় ব্যবহার করি যেন খাবারের স্বাদ বাড়ে। আপনি জানেন কি পেয়াজে কত উপকার রয়েছে। আপনার চুল পড়তে থাকলে তার সমাধানও রয়েছে পেঁয়াজে।

বাকি শুধু ত্বক, এবার থেকে ত্বকের যত্নেও ব্যবহার করুন। কারণ-

•অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁয়াজের রস নিয়মিত ব্যবহার করলে বিবর্ণ, প্রাণহীন ত্বকে উজ্জ্বল হয়

• শরীরের যেকোনো কালো দাগ, পিগমেন্টেশন কমাতে তাই পেঁয়াজ কার্যকরী

• ত্বকের তারুণ্য দীর্ঘ দিন ধরে রাখতে চাইলেও ব্যবহার করুন ভিটামিন সি-তে ভরপুর পেঁয়াজ

• ব্রণের সমস্যা থাকলে এক টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল বা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন।

বিরক্তিকর দাগ বা তিল দূর করতে তুলার বলে পেঁয়াজের রস নিয়ে দাগ বা তিলের ওপর লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন।