- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

তিন মিনিটে তিন গোল পায় পিএসজির

পিএসজি ৪-০ গোলে জয় পেয়েছে লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে। কিলিয়ান এমবাপে ঘরের মাঠে জোড়া গোল করেন । একটি করে গোল আদায় করেন নেইমার ও মাউরো ইকার্দি।

১৯ মিনিটে বড় এক ধাক্কা খায় মোঁপেলিয়ে। ডি-বক্সের বাইরে এমবাপেকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন গোলরক্ষক জোনাস ওমলিন। পরে ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।

১০ জনের দল পেয়ে ৩৪ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
৬০ থেকে ৬৩ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় স্বাগতিকরা।

প্রথমে এমবাপের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরের দুই গোল করেন ইকার্দি ও এমবাপে।
ফ্রেঞ্চ লিগে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট তুলে শীর্ষে রয়েছে মাউরোসিও পচেত্তিনোর দল। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিলে। ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মোঁপেলিয়ের তালিকার ১১ নম্বরে রয়েছে।