- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

তিন মাসে সহিংসতার শিকার ৪৮০ নারী-শিশু

মার্চ থেকে মে এই তিন মাসে মোট ৪৮০ জন নারী ও মেয়ে শিশু সহিংসতার শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে করোনাকালে পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে দাবি করা হয়, প্রকৃত ঘটনা আরও অনেক বেশি। সংবাদমাধ্যমে নারী নির্যাতনের আংশিক কিছু খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চ মাসে সহিংসতার শিকার ২৪৩ জনের মধ্যে ১৩৯ জন নারী ও ১০৪ জন শিশু। তাদের ৮১ জন ধর্ষণের শিকার। এপ্রিল মাসে ৫৮ জন নারী ও ৬৪ জন শিশুসহ মোট ১২২ জন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৬৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। সর্বশেষ মে মাসে সহিংসতার শিকার ১১৫ জন। তাদের মধ্যে ৭০ জন নারী ও ৪৫ জন শিশু। এই মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন নারী ও শিশু। নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, সারাবিশ্বের মতো বাংলাদেশের জনগণকেও করোনা সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের ভিতর অবস্থান করতে হচ্ছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় অলস সময় অতিবাহিত করছে। অর্থনৈতিক টানাপড়েন, সমাজ থেকে বিচ্ছিন্ন, অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস আচরণের ঘটনা ঘটছে। প্রান্তিক হওয়ার কারণে নারী ও শিশুর ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। এ ছাড়া নারী ও কন্যা শিশুরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। একই সঙ্গে করোনা সংকটকালীন সময়ে সহিংসতার শিকার নারী ও কন্যাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ও বেসরকারি সেবাদানকারী সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা প্রাপ্তির সুযোগও সীমিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।সূত্র: বাংলাদেশ প্রতিদিন