- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

তালেবান চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না- বললেন মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি অভিযোগ করেছেন, আফগানিস্তানের তালেবান গোষ্ঠী এ পর্যন্ত আমেরিকার সঙ্গে সই করা শান্তি চুক্তির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। পার্সটুডে।

এতদিন মার্কিন কর্মকর্তারা দাবি করে আসছিলেন যে, তালেবানের সঙ্গে সই করা চুক্তি স্বাভাবিকভাবে এগিয়ে চলেছে। কিন্তু জেনারেল ম্যাকেঞ্জির এ বক্তব্য তাদের সেই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে।

জেনারেল ম্যাকেঞ্জি গতকাল (বুধবার) মার্কিন প্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। এর একদিন আগে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে রাজধানী কাবুলে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল ম্যাকেঞ্জি বলেন, “আমরা আশা করেছিলাম যে, সহিংসতা কমবে। আফগানিস্তানে সহিংসতা এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি এবং তালেবান মার্কিন কিংবা বিদেশি সেনাদের ওপর হামলা করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ থাকার পরও তারা তা মানছে না।