- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

তথ্য উপদেষ্টার সঙ্গে ঢাবি সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য একই সঙ্গে সাংবাদিক এবং শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন সমিতির সদস্যদের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেরেছি এবং জানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রতিটি আন্দোলনেই ক্যাম্পাস সাংবাদিকদের সেতুবন্ধন থাকে। আন্দোলনকালীন সময়ে সাংবাদিকতার বাইরে গিয়েও তারা আহত শিক্ষার্থীদের সহায়তা করে মানবিক কাজে অংশ নিয়েছে।

সারাদেশে ফ্যাসিবাদ থাকলেও সাংবাদিক সমিতি মুক্ত অঞ্চল হিসেবে ছিল। রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশ করার মাধ্যমে সব আন্দোলনেই উল্লেখযোগ্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ সকল সাংবাদিকদের। আর জুলাই অভ্যুত্থানে তারা সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে বলেই আন্দোলন সফলতা পেয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের জনগণের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।