- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা সেবা শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই সেবাদান কার্যক্রম শুরু হয়।

এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। রোগীরা এসে লাইন ধরে টিকিট কাটছেন ও চিকিৎসকদের নিকট থেকে ব্যবস্থাপত্র গ্রহণ করছেন।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে চিকিৎসা সেবা নিতে এসেছিলেন মোহাম্মদ আজাদ (৫০)। ক্ষুদ্র ব্যবসায়ী আজাদ বলেন, ‘গ্যাস্টিকের চিকিৎসা নিতে এসেছিলাম। সকাল ৮টায় হাসপাতালে আসি। কিন্তু তখন টিকিট দেননি। টিকিট দেওয়া শুরু করেন সকাল ১০টার দিকে। এরপর ডাক্তার দেখেছেন। ডাক্তার ভালোভাবে দেখে ব্যবস্থাপত্র দিয়েছেন।’

তৈয়্যবা (৫৫) নামের এক মহিলা আলসারের চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি দৈনিক খবর সংযোগকে বলেন, ‘সকাল ৯টা এসেছিলাম কিন্তু তখন টিকিট দেননি। সকাল ১০টায় টিকিট দেওয়া শুরু করেন। এরপর তা নিয়ে ডাক্তারের কাছে গেলে তিনি ঔষধ লিখে দেন।’

সিএনজি ড্রাইভার বিপ্লব (৪০) এসেছিলেন কৃমি রোগের চিকিৎসা নিতে। ধোলাইপাড় থেকে আসা বিপ্লব বলেন, ‘সকাল ৯টার দিকে এসেছিলাম। এরপর ১০টার দিকে টিকিট দেওয়া শুরু করেন। টিকিট নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। তিনি সব কিছু দেখে ও শুনে ওষুধ লিখে দিয়েছেন।’

গত ৩১ আগস্ট রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বেসরকারি বাংলাদেশ বিজনেস অ্যান্ড টেকনোলোজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে, এমন অভিযোগ এনে চিকিৎসকদের ওপর হামলা করা হয়। হামলার প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতে কর্মবিরতি ঘোষণা করেন চিকিৎসকরা।

পরে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করা হয়। তারাই ধারাবাহিকতায় সোমবার বহির্বিভাগের সেবাদান বন্ধ ছিল। এরপর চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালজুড়ে র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।