- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ঢাবিতে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হবে বুধবার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বুধবার প্রকাশিত হবে। তবে কত সদস্যবিশিষ্ট কমিটি হতে পারে, তা জানা যায়নি। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন।

এস এম ফরহাদ বলেন, ‘আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করব ইনশাআল্লাহ। কমিটি প্রকাশের আগে কত সদস্যবিশিষ্ট হবে, তা আপাতত না বলি। সংখ্যাটা এখনো কাউকে বলি নাই। তবে আমাদের কমিটিগুলো লোক দেখানোর জন্য অন্যান্যদের মতো এত বড় হয় না। যেটুকু প্রয়োজন হয়, সেটুকুই দেওয়া হবে।’

ঢাবি শিবিরের সেক্রেটারি আরও বলেন, ‘আমাদের কমিটিগুলো সাধারণত ১৫, ১৮ অথবা সর্বোচ্চ ২০ সদস্যবিশিষ্ট হয়ে থাকে। আমাদের যেই কয়টা বিভাগ, তা চালানোর জন্য যতজন লাগে, সেই অনুযায়ী রাখা হয়। বাকিরা কমিটির বাইরে মেম্বার হিসেবে থাকে। স্বাভাবিক সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের সারাদেশের কমিটিগুলোও এরকম।’

ঢাবির হলগুলোতে কমিটি প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে এস এম ফরহাদ বলেন, ‘আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা হবে। হলগুলোতে ওইভাবে কমিটি দেওয়া হয় না। ঢাবি কমিটিই হলগুলোকে তত্ত্বাবধান করবে। এজন্য হলে আলাদা কমিটি লাগে না।’