- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ঢাকায় রেড জোন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে জোনিং করার সিদ্ধান্ত হলেও রাজধানী ঢাকার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকার কোন এলাকা রেড, ইয়েলো ও গ্রিন জোন হবে তা নিয়ে স্বাস্থ্য অধিদফতর এখনো সিদ্ধান্ত দিতে পারেনি। তাই, নানা রকম বিভ্রান্তি সংশ্লিষ্ট সব মহলে।

রেড, ইয়েলো ও গ্রিন জোন ঘোষণা করা এবং লকডাউন নিয়ে একাধিক মন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বললেও এখন পর্যন্ত সেসব কথার কোনো প্রতিফলনই ঘটেনি। কবে নাগাদ ঢাকা মহানগরীর ব্যাপক সংক্রমিত এলাকা চিহ্নিত করে রেড জোন ঘোষণা করা হবে তা এখন আর কেউই বলতে পারছেন না। সবাই বলছেন, স্বাস্থ্য অধিদফতর এ নিয়ে কাজ করছে। তারাই সিদ্ধান্ত দেবে কোন কোন এলাকা রেড জোন হবে এবং লকডাউন হবে। তবে স্বাস্থ্য অধিদফতর কখন বা কবে সিদ্ধান্ত জানাবে কেউ কিছু বলতে পারছেন না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা এখনো অপেক্ষা করছি চূড়ান্ত ম্যাপের। সংক্রমণ আইন অনুযায়ী এটি করবে স্বাস্থ্য অধিদফতর। তারা এলাকা চিহ্নিত করে দেবে। আমরা অন্যান্যদের নিয়ে বাস্তবায়ন করব। তিনি বলেন, আমি (বৃহস্পতিবার)) স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, দ্রুত এলাকা চিহ্নিত করে বুঝিয়ে দেন। তারা বলছেন দিচ্ছি। উত্তরের মেয়র বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি এলাকা চিহ্নিত করে দেওয়ার পর লকডাউন কার্যকরের জন্য আমাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় দিতে হবে। তিনি পূর্ব রাজাবাজারের উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে খুব সুষ্ঠুভাবে আপরা লকডাউন কার্যকর করতে পেরেছি। আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা চাই যেগুলো চিহ্নিত হয়ে গেছে, রেডি হয়ে গেছে সেগুলোকে দ্রুত রেড জোন ঘোষণা করে লকডাউন কার্যকর করা হোক। তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে ঢাকা মহানগরীতে বেশ জটিলতা রয়েছে। তথ্য সংশোধন করতে হচ্ছে। আইসিটি মন্ত্রণালয় ও এটুআই ম্যাপিং করছে। তিনি আরও বলেন, আমার মনে হয় ভুলত্রুটি কিছু হলেও দ্রুত রেড জোন ঘোষণা ও লকডাউন কার্যকর করাটা শুরু করে দেওয়া উচিত। আর সময় নেওয়া ঠিক হবে না। সংশ্লিষ্টরা বলছেন, রেড জোন ঘোষণা এবং লকডাউন কার্যকর করতে গিয়ে যেভাবে সময় নেওয়া হচ্ছে তাতে প্রতিনিয়ত করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঘোষণা করতে করতেই এক সময় দেখা যাবে, পুরো ঢাকাতেই রোগী ছড়িয়ে পড়েছে। তখন আর এলাকাভিত্তিক লকডাউন কাজে আসবে না। সূত্র: বাংলাদেশ প্রতিদিন