- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ডেপুটি স্পিকার আজ সংসদ চত্বরে বৃক্ষরোপণ করেন

জাতীয় সংসদ চারা রোপণ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালনের অংশ হিসেবে এ কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয় ।

এরই অংশ হিসেবে আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন। জাতীয় সংসদের সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

জানা গেছে, জাতীয় সংসদ ভবন চত্বরে (এক নম্বর সংসদ সদস্য ভবন, মেডিক‌্যাল সেন্টার সংলগ্ন) চারা রোপণ করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী।