- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ডি ভিলিয়ার্সের ৩৯ বলে সেঞ্চুরি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দুর্দান্ত ফর্মে আছেন এবি ডি ভিলিয়ার্স। হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৪৬ বলে ১২৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ১৫টি চার ও ৮টি ছক্কায়। সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৩৯ বলে।

আগের ম্যাচেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলেছিলেন ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৪১ বলে। এরপরও যেন থামছেন না দক্ষিণ আফ্রিকার ৪১ বছর বয়সী এই ব্যাটিং গ্রেট।

টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। শুরু থেকেই আগ্রাসী ছিলেন ডি ভিলিয়ার্স। পিটার সিডলের এক ওভারেই তুলে নেন ফিফটি (২২ বলে), এরপর মাত্র ১৭ বলে পৌঁছান শতকে। ডি আর্চি শটের এক ওভারে চার চার ও এক ছক্কায় উত্তাল করে দেন গ্যালারি।

এদিন শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২৪১ রানের বড় পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে মাত্র ১৬.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ৯৫ রানে এই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ডি ভিলিয়ার্স চার বছর আগে পেশাদার ক্রিকেটও ছাড়লেও, লিজেন্ডস টুর্নামেন্টে যেন ফিরেছেন আগের সেই ভয়ঙ্কর রূপে।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতার পর পরপর তিন ম্যাচে খেলেছেন দুর্দান্ত ইনিংস। ভারতের বিপক্ষে ৩০ বলে ৬১*, এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরি করে জানান দিয়েছেন, “ব্যাট এখনও কথা বলে!”