- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ডিজিটাল প্লাটফর্মে উপার্জিত অর্থের কর নেবে সরকার

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ফেসবুকসহ ডিজিটাল প্লাটফর্মে অর্থ উপার্জনের জন্য কনটেন্ট প্রচার করতে অনুমতি লাগবে এবং কর দিতে হবে । রোববার (৫জুলাই) দুপুরে সচিবালয়ে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

ওয়েব-সিরিজসহ ওটিটি প্লাটফর্ম এর ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, হাজার কোটি টাকার ব্যবসা হলেও সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না। লাইসেন্সের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ ফোনকে চিঠি দেয়া হয়েছে। তারা সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে জানান তিনি।

এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য অন্যান্য দেশের মতো আলাদা আইন করার প্রয়োজনীয়তার কথা জানান।

পরে বৈঠক শেষে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। এই কমিটি ডিজিটাল কনটেন্ট তদারকিতে আইন তৈরি এবং কর আদায়ের বিষয়টি নিয়ে কাজ করবে।