
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের শীর্ষ ছয় কর্মকর্তাসহ ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক আহমেদকে উপ-পুলিশ কমিশনার প্রটেকশন বিভাগে, পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপারেশনস বিভাগে, পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফিরোজ কাউছারকে সহকারী পুলিশ কমিশনার ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে, পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে এবং পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোহাম্মদ এমরানুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
তাদের স্থলে যথাক্রমে প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. স. ম. মাহাতাব উদ্দিনকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলামকে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শাহ কামালকে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার, সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানার ওসি, নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবু সাঈদ আল মামুনকে পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং মো. ইয়ামিন কবিরকে পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশনস) বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ডিএমপি’র মিরপুর বিভাগের পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়। এ ঘটনায় ১০ দিনের মধ্যে মিরপুর বিভাগের শীর্ষ ছয় কর্মকর্তাসহ ১২ কর্মকর্তাকে বদলি করা হলো।