- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ডাকসু জিএস বিয়ে করছেন চাকসু নেত্রীকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের বিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর)। রাজধানীর কাঁটাবন মসজিদে তার আকদ অনুষ্ঠিত হবে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফেসবুকে এক পোস্টে ফরহাদের বিয়ের তথ্য নিশ্চিত করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

জানা গেছে, ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য। কনে সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ব্যক্তিজীবনে তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে তিনি সক্রিয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, আজ ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে ফরহাদ ও সানজিদার বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

রাঙামাটির বাসিন্দা এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।