- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ট্রাম্পের হুমকিতে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে। ফক্স নিউজের লরা ইনগ্রাহামকে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটা (মামলা) করা আমার একধরনের দায়িত্ব।

ঘটনাটির কারণে ইতোমধ্যেই চাপের মুখে রয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। এরমাঝেই ট্রাম্পের হুঁমকির ভয়ে বিবিসিকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। এই ঘটনায় পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস। এমনকি প্রতিষ্ঠানটির ভেতরে উত্তপ্ত ইস্যু (যেমন গাজার যুদ্ধসহ সংবেদনশীল খবর) নিয়ে বিভাজন ও টানাপোড়েনও প্রকাশ পেয়েছে।

ট্রাম্পের দাবি, ২০২১ সালের ৬ জানুয়ারি তার ভাষণের দুটি আলাদা অংশ একসঙ্গে মিশিয়ে দর্শকদের বিভ্রান্ত করেছে বিবিসি। যা দেখে মনে হয় তিনি তার নির্বাচনী পরাজয়ের পর মার্কিন ক্যাপিটলে আক্রমণ করার জন্য জনগণকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছিলেন।

ট্রাম্পের আইনজীবীরা সোমবার বিবিসিকে তথ্যচিত্রটি ‘পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার’ করার জন্য ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। অন্যথায় এক বিলিয়ন ডলারের মামলার মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না যে বিবিসি ‘প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট’। বিবিসির কিছু সাংবাদিককে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে যে শব্দটি ট্রাম্প ব্যবহার করেছিলেন সেটিও অস্বীকার করা হয়েছে।