- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ট্রাক-লেগুনা সংঘর্ষ কুমিল্লায় নিহত-৪

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

রবিবার বেলা সোয়া ১১টায় বুড়িচং উপজেলার হরিণ ধরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোল্লা মোহাম্মদ শাহিন।

তিনি জানান, রবিবার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রীর মৃত্যু হয়। লেগুনায় থাকা অন্যান্য যাত্রীরাও গুরুতর আহত হন। তাদ্দের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

এএসপি শাহিন আরও জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কবলে পড়া ট্রাক ও লেগুনা দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।