- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ট্রলার ডুবি: নেত্রকোনায়, ৯ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকন্দায় গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কাজে চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

তবে ট্রলারে কতজন যাত্রী ছিলো বা এ ঘটনায় কত জন নিখোঁজ রয়েছে তা এখনো জানা যায়নি।