- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

টি-টোয়েন্টিতে ৫শ’ উইকেটের মালিক ব্রাভো

ক্যারিবিয়ান পেসার ডোয়াইন ব্রাভো টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক হলেন । ত্রিনবাগো নাইট রাইডার্সের এ অলরাউন্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে সেন্ট লুসিয়ার রাহকিম কর্নওয়ালকে সাজঘরে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাভো ৫০০ উইকেট শিকার করতে খেলেছেন ৪৫৯ ম্যাচ। ২৪ দশমিক ছয় দুই গড়ে ব্রাভোর ইকনমি ৮ দশমিক ২৫।

নিজের ৫০০তম টি-টোয়েন্টি উইকেট শিকারের ম্যাচটা ছিল বৃষ্টি বিঘ্নিত। তাই ৩ ওভারের বেশি বোলিং করতে পারেননি ব্রাভো। তাতেই মাত্র ৭ রান খরচার ২ উইকেট শিকার করেছেন এ ডানহাতি পেসার।

কোনোমতে শতরান পার করতে পেরেছে সেইন্ট লুসিয়া। ডিএল মেথডে ৭২ রানের সহজ টার্গেট তাড়া করে ৬ উইকেটে জিতেছে ব্রাভোর ত্রিনিবাগো। তাই ব্যাটিংয়ে নামতে হয়নি তাকে।

এদিকে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো কোনো বোলার ব্রাভোর ধারেকাছেও নেই। এমনকি ৪০০ উইকেটের ক্লাবেও এখন পর্যন্ত কোনো বোলার নাম লেখাতে পারেনি। ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে লঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। আর ৩৮৩ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ব্রাভোর আরেক স্বদেশী সুনীল নারাইন।