- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

টিকিটের জন্য চট্টগ্রামে বিমান অফিসে প্রবাসীদের ভিড়

করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার টিকিট নিশ্চিত করতে প্রবাসীরা ভিড় করছেন চট্টগ্রাম বিমান অফিসে। গতকাল নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকার বাংলাদেশ বিমানের অফিসে ভিড় করেন তারা। এ সময় শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবুধাবিগামী বিমানের সপ্তাহে ৪টি ফ্লাইট আছে। আরও দুইটি অতিরিক্ত ফ্লাইটের জন্য আবেদন করেছে সংস্থাটি। কিন্তু এ সময় বিমানের টিকিটের চাহিদা তার চেয়েও বেশি। অনেকে বাধ্য হয়ে হায়ার ক্লাসে টিকিট কাটছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ শুরুর আগে দেশের বাড়িতে ছুটি কাটাতে আসা প্রবাসীরা টিকিট সংগ্রহের জন্য এখন মরিয়া হয়ে উঠেছেন। আবার বিদেশগমনের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীর করোনা পরীক্ষার সনদও লাগছে। এ সময় ঝক্কি-ঝামেলা শেষে টিকিটের জন্য কাগজপত্র, টাকাসহ ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে টিকিট নিশ্চিত করতে পারছেন না। গতকাল ভোর থেকে বিমান অফিসের সামনে হাজারো প্রবাসী ভিড় করেন টিকিটের জন্য। যাত্রীদের প্রত্যাশিত দিনে আসন খালি থাকা সাপেক্ষে টিকিট কনফার্ম করা হচ্ছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা টিকিট নিশ্চিত করতে বিমান অফিসে ভিড় করছেন। মঙ্গলবার পাঁচ শতাধিক প্রবাসী এসেছিলেন টিকিটের জন্য। গতকাল তা দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। বিদেশগমনেচ্ছুদের যেন কোনো সমস্যা না হয় সে জন্য আমরা দুইটি মোবাইল টিমসহ ২৫ জন পুলিশ সদস্যকে নিয়োজিত রেখেছি।