আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৫৫ হাজার ৭৪৮ জনে দাঁড়ালো। পার্সটুডে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সিমা সাদাত লারি আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন। টানা কয়েক মাস পর মৃত্যুর সংখ্যা একশ’র নিচে নেমে এলো।

তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ছয় হাজার ১১৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৬ জন।

তিনি আরও জানিয়েছেন, এ পর্যন্ত ১০ লাখ ২৯ হাজার ২৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত।

এ পর্যন্ত সারা বিশ্বে আট কোটি ৬১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। শুধু মাত্র আমেরিকাতেই মারা গেছেন তিন লাখ ৬২ হাজারের বেশি মানুষ।