- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

টস জিতে কিউইদের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান।

রোববার (২০ডিসেম্বর) হ্যামিল্টনের সেডন পার্কে দলটির অধিনায়ক শাদাব খান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারতে হয়েছিল সফরকারীদের। ওই ম্যাচে ৯ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে পাকিস্তান। যদিও অকল্যান্ডে সাত বল বাকি থাকতে পাঁচ উইকেটে হাতে রেখে ম্যাচটি জিতে নেয় কিউইরা।
আগামী ২২ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তান দল

আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, খুশদীল শাহ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদি ও হ্যারিস রউফ।

নিউজিল্যান্ড

মার্টিন গাপটিল, টিম সেইফার্ট, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে. গ্লেন ফিলিপস, জিমি নিশাম, কাইল জেমিসন, স্কট কুগেলিজিন, টিম সাউদি, টেরেন্ট বোল্ট ও ইশ সোধি।