- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

জোড়া গোলে অন্যরকম ‘সেঞ্চুরি’ রোনালদোর

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে এক ম্যাচ পর আবারও গোলের দেখা পেয়েছেন। আল নাসরের জার্সিতে একজোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি। সেই সঙ্গে রোনালদো স্পর্শ করেছেন দারুণ একটি মাইলফলকও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আল খালিজের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ পায় আল নাসর।

ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য থাকলেও ৬৫ মিনিটে নিচু শটে দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো, যা তাকে আল নাসরের হয়ে একশ গোলের (গোল ও অ্যাসিস্ট) মাইলফলক স্পর্শ করিয়ে দেয়।

৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে আল খালিজ, তবে পরবর্তী মিনিটে সুলতান আল-ঘানাম আল নাসরকে ফের এগিয়ে দেন। যোগ করা সময়ে শেষ মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করেন, বক্সে সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে।

রোনালদোর ক্যারিয়ারে এখন গোল সংখ্যা এখন ৯১৯টি, হাজার গোলের মাইলফলক থেকে আর ৮১টি দূরে।

এই মৌসুমে সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখন শীর্ষে তিনি। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আল নাসর বর্তমানে লিগের তৃতীয় স্থানে রয়েছে, আল ইত্তিহাদ এবং আল হিলাল যথাক্রমে দ্বিতীয় ও প্রথম অবস্থানে।