- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

জীবনে বন্ধুত্ব রক্ষায় যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক: মানুষের জীবন একটাই। এই জীবনে আমরা অনেক গুলো সম্পর্ক গড়ে তুলি। আমরা যতগুলো সম্পর্ক ধারণ ও লালন করে থাকি তার মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক হলে বন্ধুত্ব। বন্ধুত্ব অলিখিত এক সম্পর্কের নাম। জীবনে পথ চলার ফাঁকে কখন, কোথায়, কে বন্ধু হয়ে যাবে তা আমরা নিজেরাও জানি না। সেই বন্ধুর সঙ্গে গড়ে উঠে এক হৃদ্যতা, বিশ্বাস, ভালোবাসা, মায়ার অন্যরকম এক সম্পর্কের বন্ধন।

বন্ধুত্ব মানুষকে সামাজিক হতে শেখায়। একে-অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। শুধু তাই নয়, সুন্দর জীবন গঠনেও বন্ধুত্বের ভূমিকা অতুলনীয়। আর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই বন্ধুত্বপূর্ণ জীবন সুন্দর হয়ে উঠে। তবে কখনও বন্ধুত্ব নষ্ট হয় তুচ্ছ কারণে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য হয়, বিবাদ হয়।

আবার ভাঙা-গড়ার সম্পর্কের মধ্যে দিয়েই বন্ধুত্ব যুগ-যুগান্তর টিকে থাকে। একজন ভালো বন্ধু জীবনের ভালো-মন্দ যেকোন সময় আপনার পাশে থাকবে। এই মানুষটার সঙ্গে সম্পর্ক রক্ষায় তাই আমাদের একটু যত্নশীল হতেই হবে। কীভাবে বন্ধুত্ব রক্ষা করবেন? আসুন, সে বিষয়েই জেনে নেই।

সহযোগিতা ও সততা বজায় রাখা: যেকোন সম্পর্ক রক্ষায় একে-অপরকে আন্তরিক সহযোগিতা করতে হয়। সহযোগিতার মাধ্যমেই সুন্দর সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক থেকে বন্ধুত্ব তৈরি হয়। যখন বন্ধুত্বের সম্পর্ক হয় তখন সততা বজায় রাখা জরুরি। কারণ, বন্ধুর কাছেই মন খুলে কথা বলা যায়। তাই বন্ধুর কথা ও কাজ আরেক বন্ধুর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বন্ধুত্বের সম্পর্কে সৎ থেকে বিশ্বাস অর্জন করতে হয়। আপনি যদি বন্ধুর ওপর ভরসা না করতে পারেন তবে বন্ধুত্ব বেশিদিন টিকবে না। তাই বন্ধুত্বের সম্পর্কে একে-অপরের ভরসা হয়ে উঠুন।

বন্ধুর কথা শুনুন: এক বন্ধু আরেক বন্ধুর কাছেই কথা বলতে চায়। অসহায়ত্ব কিংবা মন খারাপের সময় মানুষ একাকী হয়ে পড়ে। আর তখনই বন্ধুর সান্নিধ্য প্রয়োজন হয়। তাই বন্ধু যখন খুব আগ্রহ নিয়ে কথা বলেন তখন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তার কথার প্রসঙ্গে সহমর্মিতা প্রকাশ করুন। এতে করে আপনাদের বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর যদি বন্ধুর কথা গুরুত্ব সহকারে না শোনেন তাহলে বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে হারিয়ে যাবে।

অন্যের কাছে বন্ধুর সমালোচনা বন্ধ করুন: বন্ধুর সবকিছু আপনার সবসময় ভালো লাগবে না এটাই স্বাভাবিক। আবার মানুষ হিসেবে প্রত্যেকের চলাফেরায় ভিন্নতা থাকে এটাও মনে রাখতে হবে। অনেকসময় বন্ধুরা একসঙ্গে থাকলে উপস্থিত বন্ধুর সামনেই সমালোচনা করেন। এতে সেই বন্ধুটি আপনাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। তাই বন্ধুত্ব রক্ষায় অন্যের কাছে বন্ধুর সমালোচনা করা থেকে বিরত থাকুন।

ক্ষমা করতে শিখুন ও ভুল স্বীকার করুন: যেকোন সম্পর্কে ভুল হয় এবং হওয়া খুবই স্বাভাবিক। একজন মানুষ সবসময় সঠিক কাজই করবেন এটি আশা করা যায় না। এজন্য ভুল হলে ক্ষমা করতে হবে। আর বন্ধুত্বের মতো সুন্দর সম্পর্কেও ভুল হয়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে অবশ্যই ক্ষমা করার মতো মহৎ গুণ অর্জন করতে হবে। একইসঙ্গে নিজের ভুল হলে অকপটে স্বীকার করতে হবে।