- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

জীবনে প্রথম ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী

জন্মের পর থেকে দুই চোখে দেখতে পান না আইয়ুব আলী। বন্ধুর সহায়তায় তিনি জীবনে প্রথমবার ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে তিনি ভোট দেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী আইয়ুব আলী। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়া সুযোগ ছিল। তবে জাকসু নির্বাচনে এই সুযোগ নেই।

বেলা ১১টার শহীদ তাজউদ্দীন আহমদ হলে ভোট দিয়ে আইয়ুব আলী বলেন, ‘আজ আমি জীবনের প্রথম ভোট দিলাম। এর আগে কখনো সুযোগ পাইনি।’

ভোটদানের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম শ্রুতিলেখক হিসেবে। আমি বলেছি, সে আমার টিক দিয়েছে আরকি।’

ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল কি না—জানতে চাইলে আইয়ুব আলী বলেন, ‘না, আমি কোনো প্রতিবন্ধকতা লক্ষ করিনি। ভালোভাবেই ভোট দিয়েছি।’

আইয়ুব আলীর সঙ্গে থাকা বন্ধু আরহান রহমান বলেন, ‘ভোট ভালোভাবেই সম্পন্ন হতে দেখা যাচ্ছে। ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। ভোট দিতে কোনো বাধা নেই।’