- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

জামায়াত আমিরের সুন্দর কথোপকথন ভাইরাল

জুলাই আন্দোলনে আহত, পঙ্গু, শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ছোট্ট শিশুদের কাছে সরাসরি গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করার সময় এক শিশু জামায়াত আমিরের উদ্দেশে বলে ওঠে, ‘তোমারে তো টিভিতে দেখছিলাম’। তাৎক্ষণিকভাবে ডা. শফিকুর রহমান শিশুটিকে বলেন, আমাকে টিভিতে দেখছো?

শিশুটি আবার বলে, হ্যাঁ, তোমাকে টিভিতে দেখেছি।

ডা. শফিকুর রহমান একটু কৌতুক স্বরে বলেন, কী বলে! এই বুড়ো মানুষটিকে টিভিতে দেখছো তুমি!

তখন, শিশুটি মাথা নাড়ায়। পাশ থেকে এক নারী (সম্ভবত শিশুটির মা) বলেন, ওকে একটু দোয়া করে দেন।

ডা. শফিকুর রহমান শিশুটির দীর্ঘ হায়াতের জন্য দোয়া করেন। মাত্র ১৫ সেকেন্ডের এই দৃশ্যটি নেট দুনিয়ার ভাইরাল হয়ে গেছে। এই দৃশ্য নেট দুনিয়ায় প্রকাশের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রশংসায় ভাসছেন।

ওই ভিডিও ক্লিপটি আপলোডের ২৪ ঘণ্টা না পেরোতেই তা ৩৩ লাখ মানুষ দেখেছেন।

ভিডিওটিতে লাইক দিয়েছেন দুই লক্ষাধিক মানুষ। শিশুদের প্রতি স্নেহশীল আচরণে আপ্লুত দেড় হাজারেরও বেশি মানুষ কমেন্টে জামায়াত ও জামায়াত আমিরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

হাসানুজ্জামান নামের একজন ফেসবুকে লেখেন, এমন নেতা শত বছরেও একজন আসে না..। আমিরে জামায়াতকে আল্লাহ নেক হায়াত দান করুক।
তাজরিয়ান নামের এক নারী ভিডিওটির প্রতিক্রিয়ায় বলেন, বাচ্চাটা খুব সুন্দর। অনেক ভালো লাগলো।
শামীম নামের একজন বলছেন, কত বড় একজন নেতা, উনি কত সুন্দরভাবে বাচ্চাদেরকে আদর করছেন, মাশাল্লাহ।

উল্লেখ্য, সোমবার (৩ মার্চ) জুলাই আন্দোলনে আহত, পঙ্গু, শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান।