- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

জাপার মহাসচিব বাবলু

মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রোববার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে দলের মহাসচিব হিসেবে নিযুক্ত করেন। ফলে জিয়াউদ্দিন বাবলু মহাসচিব হিসাবে এমপি মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ রোববার থেকে কার্যকর হবে বলে জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম।

এদিকে পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে কী কারণে সরানো হলো এ বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান রাঙ্গা বলেন, পার্টির চেয়ারম্যান ও সিনিয়ররা যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।