- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

জাতীয় শ্রমিক লীগ সভাপতি মন্টু আর নেই

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

২০১৯ সালের ১৭ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত ফজলুল হক মন্টু। এর আগে তিনি সংগঠনের কার্যকরী সভাপতি ছিলেন।

ফজলুল হক মন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।