কোরবানি হয় হালাল রুজির
রবের খুশির জন্য,
হয় না কবুল লক্ষ্য হলে
দেখবে মানুষ অন্য।

সুদে কিবা হারাম আয়ে
কোরবানি নাজায়েজ,
প্রয়োজনে ঋণ গ্রহণে
কোরবানি হয় জায়েজ।

উট যদি হয় পাঁচ বছরের
তবেই দিবেন জবাই,
গরু-মহিষ দুই বছরের
লক্ষ্য রাখেন সবাই।

এক বছরের হতে হবে
ভেড়া, দুম্বা, ছাগল,
জবাই দেয়া যায়না কিছুই
হয় যদি তা পাগল।

ল্যাংড়া পশু কোরবানিতে
জবাই দেয়া মানা,
শিং ভাঙ্গা যার কান কাটা আর
যায় না দেয়া কানা।

পশু হবে মোটাতাজা
দেখতে অনেক ভালো,
পশুর সাথে কোরবানি হোক
সবার মনের কালো।

লেখক:  জহিরুল ইসলাম

শিক্ষার্থী: সরকারি তিতুমীর কলেজ,ঢাকা