
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাশয় রক্ষায় নিয়ম অনুযায়ী কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন । জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভাশেষে এ তথ্য জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে। প্রাকৃতিক খালগুলো অবশ্যই সচল রাখতে হবে।
প্রধানমন্ত্রী বাড়তি কালভার্ট তৈরির নির্দেশ দিয়ে বলেছেন, কিছুদূর পর পরই যেন একটি করে কালভার্ট করা হয়, যাতে পানি ও মাছ অবাধে চলাচল করতে পারে। পরিকল্পনামন্ত্রী আরও জানান, হাওর অঞ্চলে হিজল-করচ-তমালের মতো আদিম গাছগাছালিসহ জলজ বৃক্ষ ও প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, হাওর এলাকায় ছোট ছোট চিংড়ি মাছ রক্ষারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে একনেক সভায় ৬ হাজার ৬২৯ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকার থেকে আসবে ২ হাজার ৭১ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ৫৯৪ কোটি টাকা।