- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ছায়াবাজি সিনেমাটি ছেড়ে দিলেন শশী

অভিনেত্রী শারমিন জোহা শশী শেষ পর্যন্ত ‘ছায়াবাজি’ সিনেমাটি ছেড়ে দিলেন। এই অভিনেত্রী গেল ২৮ নভেম্বর এর কিছু দৃশ্যের শুটিং করেও সরে গেলেন।

ছবিটি পরিচালনা করছেন সোলায়মান জুয়েল। এ ব্যাপারে শশী বলেন, প্রথমে আমাকে জানানো হয় এটি একটি নাটক। পরে জানানো হয় ওয়েব কন্টেন্ট। গল্পটি পছন্দ হওয়ায় নাটক থেকে ওয়েব হওয়ার পরেও কাজ করতে রাজি হই। কিন্তু কয়েকটি দৃশ্যের শুটিং করার পর মনে হলো ফিল্ম হচ্ছে। আমার ফিল্মে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাই বিষয়টি বুঝতে পারি। নাটকের একটি চরিত্র আমি ফিল্মে দেখতে চাই না বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

‘হাজার বছর ধরে’ছবির এই নায়িকার হাতে ‘তোলপাড়’ ও ‘হুলস্থুল টিভি’ শিরোনামের দু’টি ধারাবাহিক নাটক আছে।
এর আগে ‘ঢাকা মেট্রো’- শিরোনামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফরমে নাম লেখান তিনি। বর্তমানে ওয়েব সিরিজে কাজ করতে প্রস্তুত বলে জানান শশী।